সুস্থ শরীর
- সৌম্যকান্তি চক্রবর্তী
ওরে ও ভোলা
তোর পেটটা কেন ফোলা
কি খেয়েছিস তুই ?
লুচি আর কাবলি ছোলা ;
করছিস কেন ছটপট ?
দিচ্ছিস কেন চম্পট ;
বলে ফেল চটপট !
তোর ঐ ফোলা পেট
কমে যাবে রে !
প্রতিদিন যদি তুই
স্কুলে যাস দৌড়ে !
করবি কিছু যোগব্যায়াম
আর কিছু প্রাণায়াম !
তেলমশলা কম খাস ;
যদি সুস্থ শরীর চাস !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।