নারীরা অপরিহার্য
- সৌম্যকান্তি চক্রবর্তী

চাই না তোমার সহানুভূতি
চাই না কোন করুণা আর !
শুধু চাই সুস্থভাবে
বেঁচে থাকার অধিকার -

চাই না কোনো সংরক্ষণ -
বেড়াজালের কারাগার -
চাইছি তোমার স্নিগ্ধ দৃষ্টি ;
ভালো রাখার অঙ্গীকার !

স্বাভাবিকভাবে বাঁচতে চাওয়ার
নিরাপদভাবে রাস্তা চলার !
নির্ভীকভাবে কথা বলার !
আর শরীরটাকে বাঁচিয়ে চলার ;
সবার আছে অধিকার -

কতদিন আর কতদিন
নারী হবে ধর্ষিতা -
কতদিন আর কতদিন
জ্বলবে নারীর চিতা !
হয়েছে অনেকদিন
এবার পরিবর্তন আনো -
নারীরা অপরিহার্য ;
এইকথাটা জানো !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।