এ কোন নদী শীর্ণ ছিল এতদিন
- অরুণ কারফা

এ কোন নদী শীর্ণ ছিল এতদিন
হঠাৎ নিতেই পূর্ণ কায়া
ক্ষুণ্ণ হল সখী তাতে কিনা দেখি
সতীনের মত অশনি ছায়া।

তাই প্রিয়া আর চাপবে না নাও
বিপদ সীমা ছাড়িয়েছে জল
তা দেখে প্রিয় ভাবে কি করণীয়
নৌকা বিহার গেল রসাতল।

প্রিয় ভাবে একাই নৌ খানি বাই
প্রিয়া ঠিক তাতে বসবে এসে
হিয়া বলে না রাম-সীতা নেই
লক্ষণও নেই সে দেবর বেশে।

তাই ব্যর্থ মনোরথ রইল সে
চেয়ে এক জোড়া পাখির দিকে
কেমনে তারা দিল নদী পাড়ি
প্রেম করতে করতে তারি ফাঁকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।