ধৃতরাষ্ট্র
- সৌম্যকান্তি চক্রবর্তী
ধৃতরাষ্ট্র হয়েই থাকব ভাবছি -
উপায়ান্তর কি আছে !
আমার কি স্বার্থ ?
আমার সমস্যা কিছু তো নেই !
কেবল খুব খারাপ লাগছে -
ছেড়ে দাও !
ওরকম তো কত কিছু হয় !
আবার গায়ে চারিয়ে যায় ;
ভগবানকে বলেছি দয়া করে
আমায় আর মানুষ করে
পাঠিও না !
চেতনা না থাকলে ওসব কিছু না
ঘাস খেয়ে যাবো ! কিছু দেখব না !
17/03/2015
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।