এপার ওপার
- আবু নাছের জুয়েল

তোমার সুখগুলো লুটপটি খায় আমার কষ্টে
আমার বিষন্নতা আর একাকিত্ব সবি তোমার
আমার অজানা এক পিছুটান তুমি
আমার কষ্ট নিয়ে করতো যখন সবাই হাসাহাসি
অগচরে মুখলুকিয়ে কাঁদতে শুধু তুমি
তোমার মাঝেই বাঁচি আমি
তোমার ছায়র মতনই ৷

চাঁদের আলোয় মুখ ঢেকো না
ওই আলোতে দেখব তোমায়
কাউকে আবার বলো না যেন
আমাদের এই প্রেমেৱ কথা
কখন আবার কেঁদনা যেন
অনেক ব্যাথার অভিমানে
তোমাৱ সুখেই বাঁচবো আমি
মরবো যদি কন্না ঝরে৷

ভুল গড়া এই জীবনে ভুল করেছি অনেক বেশি
সব ভুলেৱ ই মাশুল দিতে তোমায় আমি হাৱিয়েছি
এপারেতে না হয় প্রিয তোমার কথা ভুলে গেছি
ওপারেতে জেন তুমি
তোমায় আমার সব করেছি ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৭-২০১৩ ০১:৫৬ মিঃ

সুন্দর প্রনয়ের অনন্য উপস্থাপন।