বিষাদের সুর
- শাওন সারথি
ভেবেছিলাম আজি তোমায় পাইব
ভালোবাসা সব নিংড়ে দিয়া।
অথচ আঘাত দিলে
প্রেম দিলে না!
ফিরে গেলাম তাই শূন্যতা নিয়া।
কি জানি কি ভুল করিয়া
তোমায় মনে রাখি।
শুধু অকারণ পুলকে
অভিমান যবে ছলকে।
ভেবেছিলাম আজি তোমায় আঁকিব
ভালোবাসার সব রঙ দিয়া।
অথচ আঘাত দিলে
প্রেম দিলে না!
ফিরে গেলাম তাই শূন্যতা নিয়া।
কত বাসনা তৃপ্ত হইলে,
কত আঁখি জল নীরবে বইলে,
ভেবেছিলাম আজি তোমায় লিখিব
ভালোবাসার সব কবিতা দিয়া।
অথচ আঘাত দিলে
প্রেম দিলে না!
ফিরে গেলাম তাই শূন্যতা নিয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।