তাই তো আমি কবি
- শাওন সারথি
আমি কবিতা লিখতে পারি।
আমি সেই কবিতা আবৃত্তি করতে পারি
তাই তো আমি কবি।
একজন নারীকে নিয়ে
যত সম্ভাবনা থাকে,
একজন নারীকে নিয়ে
যত অনুশোচনা থাকে,
একজন নারীকে নিয়ে
যত আক্ষেপ থাকে,
একজন নারীকে নিয়ে
যত প্রতীক্ষা থাকে,
একজন নারীকে নিয়ে
যত ব্যাকুলতা থাকে,
তার সবকটি গন্ধ রঙ আর নির্যাস
আমি আমার গায়ে মাখতে পারি।
তাই তো আমি কবি।
আমি ভালবাসতে পারি,
আমি নিজের ছায়ার মত
সর্বত্র ব্যাপ্ত হতে পারি।
অন্ধকারে চাঁদকেও নিজের
নির্ঘুম শয্যা সঙ্গী করতে পারি।
তাই তো আমি কবি।
আমি নিজেকে ভেঙ্গেচুরে
একাকার করতে পারি।
আমি মিশে যেতে পারি ধূলিকণার সাথে,
আমি নিজেকে গড়তেও পারি।
আমি বিচ্ছুরিত হতে পারি
সূর্যের সাদা রঙের বেশে।
তাই তো আমি কবি।
বাস্তবতা আর স্বপ্নের মধ্যেখানে দাড়িয়ে
আমি বলতে পারি
আমার অধিকারের কথা।
আমি বলতে পারি
আমার স্বাধীনতার কথা,
আমি বলতে পারি
আমার স্বপ্নের কথা,
আমি বলতে পারি
আমার প্রেমের কথা।
তাই তো আমি কবি।
আমি তার কোথাও বলতে পারি
কবিতার মত করে।
যে বিন্দুতে এসে মিলিত হয়
দিগন্তের শেষ আলো,
অনুভূতি আর বিশ্বাসের মিশ্রণ
যেখানে পুড়ে পুড়ে খাঁটি হয়,
আমি সেই বিন্দুর কথাও
অকপটে বলতে পারি।
তাই তো আমি কবি।
আমি পাখি আর পাতার
কথা বলতে পারি,
আমি আকাশ আর অরন্যের
কথা বলতে পারি,
আমি আমার মাটির কথাও বলতে পারি।
বৃক্ষের মতই আমি তার স্বাদ
আস্বাদন করতে পারি।
তাই তো আমি কবি।
আমি আমার মায়ের কথা বলতে পারি।
আমি আমার মায়ের
গল্প লিখতে পারি।
লিখতে পারি কবিতায়
লিখতে পারি এই দেহের
প্রতিটি রন্দ্রে রন্দ্রে।
লুটে দিতে পারি সর্বস্ব তার করতলে।
তাই তো আমি কবি।
আমি খুলে দিতে পারি
নারীর বক্ষ দুয়ার।
আমি সেই খানেই রচনা করতে পারি
নতুন জোয়ার।
আমি ভালবাসতে পারি
পৃথিবীর যেকোনো নারীকে।
আমি ঘৃণাও করতে পারি
পৃথিবীর যেকোনো নারীকে।
আমি সেই ভালোবাসা আর ঘৃণার
মিশ্রণ ঘটিয়ে সেইখানে একজন
নিষ্পাপ কবিতার জন্ম দিতে পারি।
তাই তো আমি কবি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।