স্বাধীনতার এপিঠ ওপিঠ
- শাওন সারথি
ভালবেসে তুমি যা খুশি চাইতে পারও।
তুমি ভালোবাসো বলেই
আমার প্রত্যেকটি দেহকোষকে তুমি
নিজের করে নিতে পারও।
আমার প্রত্যেকটি নিঃশ্বাসের
অক্সিজেনকেও নিজের ফুসফুসে
ইচ্ছেমত টেনে নিতে পারও।
আমি ভালোবাসি বলেই
যে হাতে বহন করে চলেছি
শতাব্দীর সবচাইতে উজ্জ্বল নক্ষত্রটি।
তুমি ভালোবাসো বলেই
সেই হাতের উষ্ণতা শুষে নিতে পারও।
তুমি ভালোবাসো বলেই
আমি দিতে পারি ছোট্ট চারাগাছগুলিকে
আকাশ ছোঁয়ার স্বাধীনতা।
তুমি চাইলেই সেইখানেও দিতে পারি
ভালবেসে ফুল ফোঁটার অধিকার।
তুমি ভালোবাসো বলেই
সব প্রজাপতিগুলিকে দিতে পারি
যত্রতত্র উড়ার স্বাধীনতা।
ভালবেসে তুমি চাইলেই
পৃথিবীর সমস্ত পাখিগুলির পায়ের বাঁধন
আমি এক নিমিষেই খুলে দিতে পারি।
ভালোবেসে তুমি চাইলেই
আমি তাদের সবাইকে দিতে পারি
আকাশে উড়ার মুক্ত স্বাধীনতা।
তুমি ভালোবাসো বলেই
কেবল তোমাকেই কোন স্বাধীনতা
দিতে পারি না।
তোমাকে যে বাঁধনে বন্দী করে
আমার হৃদয়ে আটকে রেখেছি
আমি সেইখান থেকে তোমাকে
কখনই মুক্তি দিতে পারি না।
আমি এর জন্যে অনাগত
সব যুদ্ধের জন্যে প্রস্তুত আছি।
তুমি ভালোবাসো বলেই
সেইখানে নিজেকে সঁপে দিতে পারি অনায়াসে।
ভালবেসে আর যা খুশি চাইতে পারও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।