আজ এই সজল দিনে বুনো পথ চিনে
- অরুণ কারফা

আজ এই সজল দিনে বুনো পথ চিনে
আত্মীয় স্বজনগণ আসবে জনে জনে
নিয়ে ফুলপাতা আর মালার সমাহার
না থাকলেও হাতে জলখাবার আহার;
তাদের হাতে হাতে আজ তরুণ প্রভাতে
দেখতে দেখতে সম্পূর্ণ ঢেকে গিয়ে তাতে
মৃত্যু দিবসে সমাধিখানা পাবে বাহার।

আমার স্বজন পোষণ নীতির দৌলতে
ভুঁইফোড় ধনী হয়েছিল যারা পল্লীতে
কিছুদিন এই ভাবে তারা চালিয়ে দিয়ে
ভাববে দায় দায়িত্ব হল সমাপ্ত গিয়ে;
ধীরে ধীরে সকলে সবকিছু ভুলে গেলে
শৈবালে শৈবালে আমার চোখটা ঢাকলে
নিরজনেও মনে হবে ভিড় জনতার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।