বিধাতার খেয়াল
- সৌম্যকান্তি চক্রবর্তী

সৃষ্টিকর্তা কি বিচিত্ৰ খেয়ালে -
বানালে দুনিয়া আর মানুষ বানালে !

কেন যে রচেছ তুমি মাটির পুত্তলিকা -
সুন্দর পৃথিবী আর মানুষ টেরাবাঁকা ?
অদ্ভুত গড়েছো এই দুনিয়ার খেলা -
যেখানেতে বিরাজ করে যৌবনের মেলা !

লুকিয়ে চুরিয়ে দেখছো -
আর হাসছো তারিয়ে তারিয়ে !
কি আজব মজা পেলে -
তুমি, দুনিয়া বানিয়ে !

প্রেম রচে তুমি বাঁচতে শেখালে -
হাসতে শেখালে আর কাঁদতে শেখালে !
জীবনের পথে দিলে জীবনের সাথী -
স্বপ্নই দেখল সে যা তুমি দেখালে !

সুখস্বপ্ন ভেঙে এল বিরহের জ্বালা -
পুড়ে যায় মন আজ ছিড়ে যায় মালা !
এ কেমন সৃষ্টি তব হায় ভগবান -
হৃদয়েতে প্রেম দিলে, দিলে অভিমান !

আজব সৃষ্টি তবে কেন যে রচলে !
হে বিধাতা কেন যে এই জগত বানালে ?

-----------------------------------------------------

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।