তোমার অপেক্ষায়
- সৌম্যকান্তি চক্রবর্তী
শুধু তোমার তরে -
অশ্রু ঝরে ;
হৃদয় করে হাহাকার !
চাঁদ ও কাঁদে আমার সনে,
রাত ও কাঁদে বার বার !
তুমি ও ছিলে সীমাবদ্ধ ,
গণ্ডীতে ছিলাম আমি ও -
ভাগ্যই যখন বৈরী -
তখন কিবা ছিল করণীয় !
আজ নিয়তির 'পরে -
কারো নেই কোনো এক্তিয়ার !
মন আজ দুঃখে কাঁদে -
অশ্রু ঝরে বার বার !
মনের আশা মেটেনি আমার !
চলে গেছে সুখের সময় -
শুধুই বেঁচে আছি আমি ;
বেঁচে থাকার বাধ্যতায় !
মৃত্যু ও আসার উপায় নেই -
তোমার এমন প্রতীক্ষায় ;
হৃদয় আমার ভারাক্রান্ত -
অশ্রু ঝরে বেদনায় !
-----------------------------------------------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।