» পাঁচটি লিমেরিক-১৯
- কাজী ফাতেমা ছবি
লিমেরিক-৯১ (যত্রতত্র ময়লা ফেলানো বদভ্যাস)
কর্তী জানালায় মারছেন একি! ফুচকি
আচমকা ছুঁড়ে মারলেন ময়লার বুঁচকি
পথচারীরা থাকবেন সাবধান
ছুটে যাবে পড়লে ভাব গান
পাশেই দাঁড়ানো কর্তা হাসেন মুচকি!
(!Saturday, 15 November 2014 )
লিমেরিক-৯২ (কবিতা লেখা হয়েই উঠেনা আর)
আবেগ দিয়ে লেখাও হয়ে উঠে না কবিতা
এত শব্দ বাক্যের অপচয় বেকার সবই তা
কবিতা লিখলেও হই না কবি
যা লিখি হয় তা অকবিতা সবি
মোবাইল স্ক্রীনে কীবোর্ডে টাচ দিব কি ভাবি তা।
(11 November 2014)
লিমেরিক—৯৩ ( ভুতের ভুত)
উঁচু তালগাছটায় ভূত বানাইছে বাড়ি
রোজই সে ভূত নেয় আমার সাথে আড়ি
কথায় কথায় গোস্বা করে
আর অভিমানের ভান ধরে
অভিমান যেন একার শুধু তারি।
9 November 2014
লিমেরিক-৯৪ ( সংঘর্ষ)
বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররা লিপ্ত থাকে সংঘর্ষে
ওরা কি আসতে পারেনা কভু সু-শিক্ষার সংস্পর্শে
সন্ত্রাসীর আগ্রাসন কেন শিক্ষাক্ষেত্র
শিক্ষা রেখে শুধু হায় সংঘর্ষের সূত্র
সন্ত্রাসী রেখে এসোতো সবে ভ্রাতৃত্বের সংশ্লেষে।
20 November 2014
লিমেরিক-৯৫ (বিদ্যুত পানি গ্যাসের দাম বৃদ্ধি)
বিদ্যুত পানি গ্যাসের দাম দিনকে দিন বাড়ছেই
মধ্যবিত্তদের ঘুম অনায়াসে কাড়ছেই
মন্ত্রী বলেন দাম বাড়ানো নয়
এতো শুধু খরচ সমন্বয়
ক্ষমতায় থেকে ওরা কলকাঠি নাড়ছেই।
19 November 2014
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।