বৈঠা বায়
- তানজির উদ্দিন

মন আজি বৈঠা বাও
অকূল সায়রেতে
মন আজি নৌকা বাও
আপনি আপনেতে
রে মন রে বৈঠা বাও অকূল সায়রেতে
ভোলা হোক জঞ্জাল যত ভাসে সায়রেতে।
বৈঠা বাও বৈঠা বাও মন
সায়রেতে ভাসি ভাসি ধন
মনরে জীবন ধন যায়রে চলি
ফেলে যায় ফেলে যায়রে ফেলি ।
মন বৈঠা বায় সায়রেতে
মন সায়রে ঢেউ জাগিতে-
দুলন দোল লাগিলে নৌকেতে
মন বৈঠা বায় ডিঙ্গি নৌকেতে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।