পাঁচটি লিমেরিক-২১
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-১০১ (রাজনীতির কাঁদা ছুঁড়াছুড়ি)
স্বাধীন এ দেশে চলছে দেখো রাজনীতির কাঁদা ছোঁড়াছুঁড়ি
ক্ষমতার দাপটে হায়! দেশটারে খাচ্ছে গিলে পুরাপুরি
এক দল বলে যায় অন্য দলের দোষ
কুৎসা রটনায় পন্ডিত হারায় হুশ
অশান্তি দুরে গিয়ে শান্তি ফিরে আসবে কি তাড়াতাড়ি!
৭ নভেম্বর ২০১৪

লিমেরিক-১০২ ( পিতা হত্যা করে সন্তান)
মানুষ বুঝি পশু হয়ে খুন করে আপন সন্তান
আত্মার ধন যেথায় ছিল শুধু আনন্দের কলতান
ওরে পাষন্ড অসুর
তোদের নাম দিলাম পশুর
কোন আত্মায় নিজ স্বার্থে দিতে পারিস সন্তান বলিদান।
৬ নভেম্বর ২০১৪

লিমেরিক-১০৩ (বিলাইর পায়ের তলায় ব্যাঙ)
লাফিয়ে লাফিয়ে হাঁটেরে বিল্লু লম্বা দুইটা ঠ্যাং
দুষ্ট বিল্লুটা সামনে যারে পায় তারে যে মারে ল্যাং
দুষ্ট বুদ্ধিতে মাতে সারাদিন
অন্যরে মেরে নাচে তা ধীন ধীন
ঘ্যাঁঘুঁ শব্দে ভয় পায় দুষ্ঠু বিল্লু, পায়ের তলাতে ব্যাঙ।
৫ নভেম্বর ২০১৪


লিমেরিক-১০৪ (মোনাজাত)
পবিত্র দিনগুলায় পূরণ করো প্রভু মোনাজাত
অধমেরে ক্ষমা করো পথ দেখাও তুলেছি হাত
পাপী তাপী মনটা বড় অস্থির
দু'দন্ড দাও দমটা ফেলি স্বস্তির
হেদায়েতে সরল পথে চালাও সন্ধ্যা হতে প্রাত।
৪ নভেম্বর ২০১৪


লিমেরিক-১০৫ (ভাবনায় সময় যায়)
অযথাই সময় গিলে খায় শত ভাবনাগুলো
ভাবতে গিয়ে সুরাহা নেই মনে জমে ধুলো
ভাবনায় কমে সমস্যার ব্যবধান
ভাবনাতেই তো পাবে সমাধান
ভাবতে ভাবতে শেষে সমাধানের পথটা খুলো।
3 নভেম্বর ২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।