পাঁচটি লিমেরিক-২২
- কাজী ফাতেমা ছবি

লিমেরিক-১০৬ (হাতুড়ে ডাক্তার)
চিকিৎসার বই পড়ে সফেদ আলী ডাক্তার হাতুড়ে
থুতনিতে দাঁড়ি চোখেতে চশমা বুড়ো থুত্থুরে
পেট ব্যথায় লিখেন প্যারাসিটামল
মাথা ব্যথায় দেন যে ওমেপাজল
উল্টাপাল্টা ঔষধে রোগীর খালি মাথা ঘোরে।
https://lh6.googleusercontent.com/-rrBxz0vUlJQ/VOWNA_LQu0I/AAAAAAAADKY/ZaiH2xY3Y3I/w300-h195-no/1_48752_48752.jpg

লিমেরিক-১০৭ ( ভিক্ষা সহজ পেশা)
ভিক্ষার থালা হাতে রাস্তার মোড়ে বসে তরুণী
শখ কি হয় না তোমার হতে কারো ঘরের ঘরনী?
ভিক্ষা ছেড়ে ও তরুণী কাজ করো
হাত না পেতে খাটুনির কাজ ধরো
ভিক্ষা ছাড়া বহু পথ খোলা রেখেছে ধরণী।
(16 November 2014 at 19:47)


লিমেরিক-১০৮ (নিরাপত্তাহীন জীবন)
এমনিভাবে খুনাখুনি চলবে কত ভাই
বিচার আচার কি উঠে-ই গেল নাকি ছাই!
হরতাল বা অবরোধে
খুন হয়ে গেলে ক্রোধে
জানের নিরাপত্তা নাই রাস্তায়, বল্ কোথায় যাই!
(29 December 2014 at 20:07)


লিমেরিক-১০৯ (মিথ্যাই ঘুরে বাতাসে)
দেশটা হলো বুঝি আজ মিথ্যায় পূর্ণ
মিথ্যার বসবাসে সত্য হয় চূর্ণ
মুখোশে ঢাকা মুখ
পাষানে ভরা বুক
সত্য আড়াল করে মিথ্যা হয় ঘূর্ণ।
(27 December 2014 at 19:18 )


লিমেরিক-১১০ (সেই জিহাদ)
মানুষের কান্না বাবা মার আহাজারি
আকাশ বাতাস হয়ে আছে যেনো ভারি
জীবনের শেষে জিহাদ
বাঁচতে কি হয়নি তার সাধ?
সবার অশ্রু নিয়ে দিলো জীবন পাড়ি।
(28 December 2014 at 18:47 )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।