বাঁচাও প্রভু সকল শ্বাপদে.........
- কাজী ফাতেমা ছবি

ভোগ বিলাসে মত্ত মন
উদাসী কিসের তরে
প্রভু দিছে অঢেল ধন
কড়িতে পকেট ভরে।

জমাচ্ছি শুধু মিছে
প্রয়োজন অতিরিক্ত
ছুটছে মন সুখের পিছে
জীবনটা করে সিক্ত।

চেষ্টা কভু মন করে না
হায়! পূণ্যি পালনে
অল্প সুখে মন ভরে না
ব্যস্ত ন্যায়স্খলনে।

আযান শুনেও ঠাঁয় বসে
টিভির শব্দ বাড়ায়
বাঁধা দেয়রে শয়তান এসে
বিনোদে মন হারায়।

রাত্রি জেগে আসক্ত মন
টিভি, মুভি বইতে
কুরআন পড়ার নেই কোনো ক্ষণ
মন পারে না সইতে।

শুদ্ধ পথে চলতে গেলে
মন যে কেনো যায় চমকে?
বন্দি হতে সত্যের জেলে
মুহুর্ত দাঁড়ায় থমকে।

অন্ধকারে থাকার লাগি
ডাকটা আসবে যবে
জগৎ সংসারের সব ত্যাগী
যেতে হবে তবে ।

সওয়াল জওয়াব কেমনে দিবে
মন ভাবোতো একবার
মায়ার বাঁধন চিহ্ন হবে
পাশে নেই কেউ দেখবার।

দু:খ যখন আসে চারপাশে
মনটা আল্লাহ্ আল্লাহ্ করে
দু:খের অথৈ সাগরে ভাসে
মনে আল্লা'র নামটি ধরে।

আল্লাহ্ ছাড়া আর কি উপায় আছে!
দু:খ-কষ্ট বিপদ আপদে
তাই বুঝি মন সদা কৃপা যাচে
বাঁচাও প্রভু সকল শ্বাপদে।
(28 August 2014 at 23:00)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।