বাঁশীতে
- তানজির উদ্দিন

খেলায় খেলায় জীবন গেল
মোর
এবার থামিলে জীবন এ বেলায় ,
হেলায় হেলায় জীবন গেল
মোর
এবার বিহন সুর শুনি এ বেলায় ।
ওরে কোথায় কোন দূরেতে
প্রাণ জাগায় বিরহী বাঁশীতে
মন মাতায় বিরহী বাঁশী মন মাতায় রে
মোর খেলায় জীবন হারায় মন হারায় রে ।
সুর উঠিলে নষ্ট কুলের নবমে
জীবন পেল সেই কুলের সমে
যা ছিল তা গেল যা এল তা আর চাই না
তা আর চাই না রে ।
মোর জীবন নিল সে সুরের খেলাতে
সুখ দুঃখে কাঁদি আজি এ বেলাতে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।