বিদায় দিব কারে
- তানজির উদ্দিন
বিদায় দিব কারে
রে ও বন্ধু রে
সময় হারায় স্বপ্ন মাড়ায়
বাঁশী বাজায় সুখ তাড়ায়
নিশি মাঝে বেদন লুকায়
মনের ডিঙ্গি আজ বৈঠা বায়,
তায় -
বিদায় দিব কারে
ও বন্ধু রে ।।
যে জন যায় নিশীথে আবার ফিরে আয়
নেলা খেলা গল্পে বেলা কাটিবে রে ,আয়
এবার তোর স্বপন খেলায় কাটিবে বেলা
অচূড় হইলে মনের কৌটায় জমিবে খেলা।
বেদন লুকিয়ে জমবে বেলা
বৈঠা বায়ে বাইচের খেলা
জমিবে রে বন্ধুরে
এবার , বিদায় দিব কারে
রে ও বন্ধুরে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।