ভোলা ব্যপারী বেজন্মা ফসল কিনে
- তানজির উদ্দিন

পথ ভোলা ব্যপারী হাটের খোঁজে
এবার চায় কোন পথের দিশে
হাটের বেলায় যায় গেরস্থের খোঁজে
এবার ব্যপারী যায় পথে মিশে
হায়রে না পায় পথের দিশা বেজন্মারদলে ভিড়ে
ওরে সে ব্যপারী এবার অজাত হাটের পরে যায়রে ।
হেথায় বসি মাল সাজায়ে
গেরস্ত বসি হাঁকে থেকে
থেকে থেকে গেরস্তের সে হাঁক -
''ওরে কোন ব্যপারী কিনবি পাইকারী দরে
বেচাকিনা সাঙ্গ করি ফিরমুরে রাত্রিরে ঘরে । ''
টনক নড়ে এবার তাই ব্যপারী ফিরে
'' কন ভাই , একদাম শ টাকা এর বেশি নয়
বেজন্মা খেতের ফসল নিলে সব নয়ছয় ।''
গেরস্ত চায় তারি দিকে
গাঁয়ে নাক ঠেকে গন্ধ শুঁকে -
'' একী ব্যপারী
স্বপ্ন ভুলেছ কি অগোচরি
সুখ স্বপ্ন বেচি লাভ কত পাও ব্যপারী ?
হারে ব্যপারী
লও মোর ব্যথারমাল ভুরি
ভুরি ভুরি লও পাইকারী দরে লাভ কর ব্যপারী । ''
যা চটকবাজ গেরস্ত
এবার করিছি মনস্থ
তোর মাল কিনমু এবার যত পারি
বেচি লাভ পাই যদি আবার কিনমু -
বেজন্মা গেরস্থ বেচারা
লাভ করছিস অনেক বেচারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।