ঘুম সঙ্গীত
- সুমন আখন্দ

আয় ঘুম জোরেশোরে
চোখ-টানা পালকি চড়ে,
পালকি গেছে পালিয়ে
আয় না কিছু চালিয়ে
চালকটা গেছে বাড়ি
পড়ে আছে চাঁদের গাড়ি;
গাড়ির চাকা বন্ধ
হাস্নাহেনার গন্ধ!
গন্ধে বাড়ি মউমউ
ঘুমরাজার দুটি বউ;
একটা বউ ঢুলু ঢুলু
নদীর জলে কুলু কুলু
আর বউটা গান গায়
নিদ্রাসুখী পান খায়!

আয় ঘুম আয় রে
রাত্রি বয়ে যায় রে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।