আভায় আরক্তিম প্রহরে
- তানজির উদ্দিন
এবার দূরে বাজিলে নব উদ্যোমে প্রেরণা
এবার দূরে শুনিলে মোর উদ্যানে বেহালা
কহিলে দেবী প্রভাত শিয়রে ।
আনমনা ক্লান্তিহীন দেহের এক নব উপমায় আপন ঘরে
শ্রান্তিহীন ক্লান্তিহীন ঊর্ণাভে এবার জড়াইলে প্রভাত প্রহরে
জাগিলে সাড়া ঘরে ঘরে নূতন প্রহরের তরে
এরে বরণিয়া লও এ প্রহরে তারে স্মরিয়া লও
তোরা যারা আছিস্ রাত্রীযাপনে ঘরের পরে ।
দেখো ওহে ঘুমন্ত শর্বরীর আলিঙ্গণ ক্ষণ শেষ বহু আগে বহু আগে
দেখো উন্মনা কানন দেবী ফিরিয়া বেগে
চাহিছে খুলি উদাত্ত তারি উতরী বিলায়ে ভীষণ
এবার ঘুমন্ত আত্নার পথ ছেড়ে এসো প্লাবন
ঘরের আবেগ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও
হেথা মন্দিরের পরে বেগেধাও বেগে ধাও বেগে ধাও ।
কুসুমিত হইলে দেখো কাননে কাননে নব প্রেরণার বাণী
ওহে অধিশ্বরী ওহে অধিশ্বরী শুনি তব বাণী তব বাণী শুনি
ঘরে ঘরে সাড়া জাগাবার এখনো অনেক বাকি
প্রস্ফুটিত কাননের বৃক্ষশাখে পুষ্প ফোটাবার নয় বাকি
ফিরে এসো ফিরো এসো ফিরে এসো রণ মূর্তি
তোমার সেই অচলন দিনের প্রভায় দেখি রণ মূর্তি
কহিলে হেথায় কে ? এ কোন প্রহরে ডাকিছে রূঢ় তাহারি বচন
ও হারিয়ে গিয়েছে রাত্রীর শান্ত আলিঙ্গণে শান্ত আলিঙ্গণে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।