চলে এসো
- সৌম্যকান্তি চক্রবর্তী

চলে এসো প্রিয়া দেবো বিদায় -
দুঃখ দিলে মাথা পেতে নেবো !
ক্ষোভ জমা জানি বুকেতে তোমার -
ভালোবেসে তাই সইবো এবার !

জানি তুমি আসবে না -
না আসার তরে ;
করবে টালবাহানা -
তবু আমায় কাঁদাতে
একবারের জন্য এসো !

জানি ভালোবাসাকে লুকানো ও
একপ্রকার প্রেমের প্রকাশ !
তাই সেই প্রেমের তরে !
একবারটি এসো না আমার ঘরে !

কাকেই বা বলি আমি
বিরহের যন্ত্রণা -
আসবে তুমি আমার কাছে -
করছি তাই কামনা !

জীবন্ত রাখো না প্রিয়া -
মোর ভালোবাসার ভ্রম ;
দুনিয়ার কাছে দেখিয়েই
না হয় রাঙাও আমার হিয়া !

-------------------------------------

একটি বিখ্যাত গজলের ভাবাশ্রয়ী অনুবাদ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।