নীলাম্বরে প্রভাত বেদী
- তানজির উদ্দিন

মোর আলিঙ্গণে আসি বৃথা হইলে হে প্রভাত বেদী
মোর প্রাঙ্গণে থাকিয়া হারাইলে মোরে প্রভাত বেদী
এবার কৃষ্ণমুল্লুক ফিরে চল ফিরে চল ফিরে চল
ক্লান্ত রাগিনী বাজিবে দূরে বহুদূর পরে ।
ওহে রাগিনী
শোভিতে একী রণ প্রস্তরেশোভিলে আপনার পণ
রণ রণ মূর্তি সংহারী তব নব নব গানে পুনঃ এ রণ পণ
দেখি একী মূর্ত বেদী রহে কানন পার্শ্বে গীত গাহে তব
হে রাঙ্গিনী
এবার নব অরুণোদয় হইলে দূর অঙ্গনের তরে
এবার নব প্রান্তর পরে গাহিলে অনিঃশেষ ঘরে
রহে এ কে ? এ কে রহে লুণ্ঠনের তরে লুণ্ঠনে তব ।
ঘরে সাজ ঘরেই সাজাইলে রাগিনী বিরাহার দিনে
অঙ্গনের প্রীতি অঙ্গনেই রাখিতে রাগিনী এ পণে
চলো আজি বিধার পানে দ্বিধা চ্যুত করি আজি
নবে নবে সাজি রাগিনী চলো আজি নবে নব সাজে ।
লুণ্ঠণ গীতি ঘরের পানে রাঙ্গিনী
হারা রাগিনী ঘরের পরে রাঙ্গিনী
চলো আজি নব উন্মোদনার শিরহীন করি আপনার বেদী
চলো আজি নব অরুণোদয়ে নব গীতি কণ্ঠে লয়ে এ তরে সঁপি
নব উন্মনা জাগাইলে কি আজি নব বেদে ?
নব উন্মনা হইলে কী আজি রাঙ্গিনী কেঁদে ?
কে জানে ! কে জানে কে চলিছে মোর বেদী পরে
প্রভাত ধুলোর নীরব নীলাম্বরের ও বেদী ঘরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।