ফিরিবার বেলায় আসি
- তানজির উদ্দিন
ওহে ধারিণী
আজি বিমুগ্ধ রজনীর হাপিত্যেশে প্রাণ ওষ্ঠাগত,
ওহে ধারিণী
আজি তব তপ্ত শয্যার তপস্যায় সবে নবে আগত-
শূন্য নীলাম্বরে বিছায়ে সকল বাণী
এবার ফিরে ঋষি এবার ফিরে ধ্যানী|
নীলাম্বরে অম্বরে অম্বরে রামধনু মাঝে
আজি তপ্ত তপস্যা নব উপমায় এ কী সাজে !
রণ রাগিনী শুনি গেহে ওঠে বেহালার শুন্য অঙ্গনে-
বিদায়ী রাতের সে কল্পগানে আজি তুফানে এ রঙ্গনে|
ওহে কে ও বৃথা চায়
ওহে কে ফিরিবার চায়,
তপ্ত আঁখি সমুজ্জল করি তারায়
ওরে ও প্রাঙ্গন মাঝে দেবী থাকি হারায়|
বৃথাই ও মন্দিরে||
আজি অন্দরে অন্দরে মন্থরি হইয়া আসে আবেগেরবেহালা
প্রদীপ্ত রবি আজি ভোলে তারি বৃথা ভাস্বরে শোভিত নব খেলা,
একী!
একী ঊষায় অভিমুখে চলছে ফিরে
প্রাঙ্গণে কাঁদিয়া চলে সুখে কে ? কে চলে ফিরে ?
বিমূর্ত হালে রহিয়া কাননে কানন দেবী
অর্ঘ্য বিরচন করি ডাকে ওরে আয় সবি-
দিকচিহ্ণহীন পথ পানে কেযায় ?
নীরব পথের গানে চলে পায় পায় ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।