রজনে অমৃতভাসিনী গেলে
- তানজির উদ্দিন

বিমূর্ত থাকে বিহন রজনে
লক্ষীরে ডাকি বন্ধনে
কহিলে সে অমৃতভাসিনী সুধাদায়িনী -
''বাছা রে যবে এ রাত্রি প্রভাতী আহ্বানে
স্মরিও এ মোরে ঘরে তব একলা মনে
দেবী স্মরণ দেবী ঘুমের রাজ্যের চাহনে
মম বন্ধনি সুর শুনিবে রে এক ছত্র দু পদ্যে । ''
ভেসে যায় কালের লহরে অন্তিমের বাণী
যায় নিরালায় সে অমৃতভাসিনী সুধাদায়িনী।
বিকারে অবসাদগ্রস্ত প্রত্যেহ রজনী স্মরণে
দ্বিধার রাজ্য জুড়ায় হায়রে নমঃ নমে নমে ,
বৈকাল্য হেলায় হারায় বিদায়ীনী বাঁশি
শুনি , বিদায়ীনী বাঁশি শুনি ; শুনি বাঁশি ।
হেলায় কাটিয়া গেলে যে অমৃতভাসিনী নরকে রাখিয়া মোরে
এবার কুলহারা স্মৃতি রোমন্থনে উঠে জাগিয়ে সন্তরণে বৃথা সন্তরণে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।