সমঝোতা
- সুমন আখন্দ
সমঝোতার কথা শুনবে বলে
কানে-কম-শোনা সোনা মিয়া ডাক্তার দেখালো,
একটি সমঝোতার বৈঠক দেখবে বলে
কানাহরি দাশ চোখের ছানি কাটালো;
সমঝোতার একটি কবিতা লিখবেন বলে
আল মাহমুদ আবার টেবিলে বসেছেন
সমঝোতার আনন্দ বিলাবেন বলে
শান্তির-মা এখনও বেচে আছেন;
একটি সমঝোতার ছবি আঁকবে বলে
রঙ-পেন্সিল হাতে আকার-হ্রস্ব-ইকার
সমঝোতার একটি নাটক দেখাবে বলে
স্ক্রিপ্ট লিখছে সাড়েদশহাজার নাট্যকার;
একটি সমঝোতার কাভারেজ করবে বলে
একুশেটিভি চাইলো ক্ষমা নিঃশর্ত
বহুপ্রতীক্ষিত সমঝোতা করবে বলে
জাতিসংঘ চেষ্টা চালালো সাধ্যমত;
অবশেষে সমঝোতা হবে বলে
পেট্রোলবোমা ছুঁড়তে ছুঁড়তেও ছোঁড়ে না ছেলেটা
শান্তিময় সমঝোতার আশা করে
কাজীর কথায় রাজী হয়ে ‘কবুল’ বলে না মেয়েটা;
সর্বজনপ্রত্যাশিত সমঝোতা হবে তাই
সরানো ফিশপ্লেট রিপ্লেস্ড হয়ে যায়
সমঝোতার সুবাতাস আসবে তাই
ঘোষপাড়ায় বেশিবেশি মিস্টান্ন বানায়;
শুনবে বলে একটি সমঝোতার কথা
থেমে আছে পদ্মা-সুরমা খরস্রোতা,
শুনবে বলে একটি সমঝোতার কথা
ছাপ্পান্নহাজার বর্গমাইলে পিনপতন নীরবতা
সমঝোতা চায়
মাঠের কৃষক, সাগরের জেলে, দূরের প্রবাসী
সমঝোতা চায়
গার্মেন্টসকর্মী, ক্ষুদে ব্যবসায়ী, চরের বানভাসী;
সমঝোতা চায়
জলের কুমির, বনের বাঘ, আকাশের পাখিরা
সমঝোতা চায়
প্রাচ্যে তিশমা পাশ্চাত্যে শাকিরা;
সমঝোতা চায়
তামাম জনতা, তাহসিনের বল, তামিমের ব্যাট
সমঝোতার জন্যে
সদ্যপ্রেমিক ফেসবুকে বন্ধ করেছে চ্যাট;
একটি সফল সমঝোতার আশায়
মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডায় বিশেষ মোনাজাত
সমঝোতার সুগন্ধ নিয়ে
বার্ণ ইউনিটে ফুটেছে পারিজাত,
সমঝোতা হোক, বন্ধ হোক ভণিতা
চাইছে বাংলাদেশের আবালবৃদ্ধবণিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।