লও হে অসুখের আনন্দে
- তানজির উদ্দিন
টেনে দাও অসুখের পিঁড়িটা
বসবার আয়োজনে
ফেলে চলো উদাত্ত ঘরের আহ্বানে
হেথায় থাকার আয়োজনে ,
চল হে আনন্দে আনন্দে আনন্দ যাত্রার সনে ।
জেঁকে বসে বসবার প্রয়োজনে লয় আগ বাড়ায়ে
পিঁড়িটায় নক্সাবুননে ঐতিহ্যগত অনভব লয়ে
বিশ্ব মাতার ঐ আনন্দে আসি আনন্দে হে আনন্দে ।
অসুখের পায়ে বেড়ী লাগাওহে
বেড়ী লাগাও তারি সনে
অসুখ পিঁড়ির পরে বসি রহ হে
বসি দেখাও অমৃত সনে
তারি উতাল গগণচুম্বী ঢেউ জাগে পবন খেয়ায়
যায় রে হে যায় অম্বুভেদী উদার গগণ হেলায় ।
মহা আনন্দে হে আজি আসি বস এ পানে
অসুখ পিঁড়িতে রাখি যাও আপনার মনে
হে ঐ গগণদেশী
রে ওরে ভিনদেশী
সুস্থ দেহ মাঝে লও হে জড়ায়ে
লও হে আজি জড়ায়ে
অসুখের আনন্দ পিঁড়ির পায়ে
হে আনন্দ পায়ে ।
মহা আনন্দে হে আজি মহা আনন্দে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।