নীরব নীলিমায় নিরস নিহারী
- তানজির উদ্দিন

অশান্ত দিবালোকে মনের কুণ্ঠিত সত্যাচার এখন ঘরে
নীরব নীলিমায় নীরস রবি মনঃ তেজে আহা ঘুমায় মহা ঘোরে,
এই বিশ্বরে সাজায় কল্পলোকে নূতন ঘরে আলিঙ্গনের তরে
এ দুর্যোগ মহাদূর্যোগ মাতা জানলে না কভু যত প্রণাম কর তারে -
এ বিধি প্রসঙ্গহীন রূপোর তল্লাটে
স্বার্ণালী দিন আদিম পুকুর ঘাটে |
বিধাতার লেখন প্রস্তরে লিখিত খোদিত তাহা চির মর্ত্যচারে
ঘরের খেদহীন রূপ সাজে ব্যথাতুর হৃদয়ের ঘরে ঘরে,
এ কোথায় বিরহ দিনের স্মরণে থেকে
কাঁদে এবার অমূত কলঙ্ক বরষার দুখে |
ও বড় বেদনা ও বড় বেদন বাণী বিধির বাণী রঙ্গে
হায় হায় হায় সব গেল শূন্য করি এ মর্ত্যবাসীর রঙ্গে,
কাননে কাননে ধ্রুবলোকে নন্দন শোভনে হায় !
একী ! এ কী অচল দিনের মত্ত চিত্তের প্রায় !
এবার ঘরের রঙ্গে রঙ্গ মিলায় বিধি
ও বিধির বাণী বড় বেদনার, বিধি ;
হে বিধি -
সত্যাচারে ঘরে ঘরে সাড়াজাগে নব নব উচ্ছ্বাসের আলিঙ্গন
এবার দেখো এ কোন সত্যাচারে রূপহীন পূজোয় দেহ আলিঙ্গন |
চিত্তের বিদগ্ধ ক্ষণে
চিত্তের বেদন ক্ষণে,
অবশ্যম্ভাবী কেশরগুচ্ছবড় বেদনার উপমায় দোলে
ছেড়ে যায় মর্ত্যবাসীরে অসাবধানতায় খেলে দুলে |
স্মৃতি নয় বিধি বড় বেদনার
স্মৃতি নয় বিধি বড় সন্তাপের,
এবার আলিঙ্গণ নহে ওহে সত্য সমাচার
ফিরে চলরে নীরব নীলিমায়নীরস ঘরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৭-২০১৩ ১৮:০৯ মিঃ

খুব সুন্দর