এ স্মরণ প্রীতি বিধি
- তানজির উদ্দিন

.
অকাল ভবের দিন কাটিয়া
সোনা ভবের রঙ্গ লাগাইয়া
বিধি-
এ যামিনী আনিলা মোর জীবনে ।
দিন থাকিতে আলো নাই
মান থাকিতে তাও নাই
বিধি-
সুখ স্মৃতি হারাইলা এ কার মনে ?
আঁধার করিয়া ভরিয়া প্রাণে করি খেলা
সকল কিছু গেল বারে
রব শুনে চিত্ত জাগে স্মৃতির শ্রান্ত বেলা
আজ কেহ নাই এ ঘরে । ।
কাল যবে এ অকালের তরে
বিধি-
মন যবে কার প্রীতির তরে,
বিধি-
কেহ নাই বা থাকিলে যদি এমোর তরে
স্মরণ করিব বিধি বলো কারে ? কোন বরে ?
নাই বা জন্মিল রাত্রির স্মরণ
নাই বা করিলে মোরে বরণ,
দূরে রাখিলে এ মোরে । রাখিলে দূরে মোরে ।
তবে-
রঙ্গ কইরা কী লাভ বিধি
বারংবারে রঙ্গ কইরা করিলা মোরে অতিথি,
ভোলালে বিধি । বিধি ভোলালে মোরে মোর গীতি । ।
তব সাজে নূতন সাজে সাজিয়া এ বিশ্ব মাঝে
হারাইলাম গীতি মোর এ ভব মাঝারে,
বিধি-
এ গীতি সঙ্গ কইরা রাখিলাম তব ও গীতি মাঝে
মন বান্দিলাম তব স্মরণেবিধি বারংবারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।