বিরল রাত্রির প্রতীক্ষায়
- তানজির উদ্দিন

বিরল রাত্রির পরে প্রতীক্ষায়
কাহার তরে থাকি এ নিকুঞ্জে
আবেগের প্রহর ও দহনে
কে আসে নীরবে স্মরণে
হেথা নিকুঞ্জে থাকি থাকি করে আর্তনাদ
অধীর আবেগে এ কাহার শুনি আর্তনাদ!
বিহ্বল ক্ষণে আসি প্রাঙ্গণে
অঙ্গে জড়ায়ে ব্যথা
তিক্ত স্মরণে পুনঃ ধ্যান মগ্নে
অঙ্গে জড়ানো গাঁথা
সকলি ভোলাইবার তরে প্রীতীতির তরে
এবার ক্রন্দন বেলা শেষ হয়ে এল বলে
ক্লান্ত দেহখানিতে বিলাইলে প্রীতীতি ও দেহঘরে ।
ওহে বিরল রাত্রির স্মরণ
এবার ফিরে এসো মনঃরূপ মাঝে
ওহে বিরল রাত্রির প্রাঙ্গণ
লও সুখ প্রীতীতি এবার নব নব সাজে ।
প্রীতির দুয়ারে পুনঃ জাগুক হে নিনাদ
আর্তনাদ হারিয়ে আজ বাজুক নিনাদ ।
ক্ষণে ক্ষণে জাগি উঠে বিহ্বল ক্ষণ
হারিয়ে সকল ব্যথা এ মন্দ্রিত ক্ষণ
এখন উঠিবে রাত্রির বিহ্বলে বিরল প্রেমার্ঘ্য ও ঘরে
রচিবে তাহারাই পুনরায় নব নব সাজে এ মোর তরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।