শুন্য বাণী মোর পুরনো গানে
- তানজির উদ্দিন

অনন্ত দিনের মাঝে এইটুকুন আশা
মহানন্দে ভরিলে অর্ঘ্যউপশনে
অনন্ত দিনের তরে সামান্যই হতাশা
ভরিলে গো ভরিলে এবার গানে ।
জাগে হেথা কল্লোলে নব গান
ভরি ভরি উদাসী সেই মোর প্রাণ
এবার
নব তানে অরুণ তানে ধরিবে মোর পুরোনো গান
সকলি ভুলিবে গো ভুলিবে মোর ব্যথাতুর হৃদয়ের বাণ ।
যা গিয়াছে তাহা গিয়াছে দূরে
কে পারে লইতে তারে মোর তরে
তাহা শূন্যতা অসীম শূন্যতা কে ফুরাবে আজি
তাহা আর নাহি থাকে প্রাণে শূন্যতায় প্রাণ ভরে আজি ।
কাননে কাননে অর্ঘ্য বিলানো বিমুগ্ধ শান্তি
মোর পুরোনো বাণীতে নাহিগো নাহি শান্তি
অস্ফুট বেদনার রঙে প্রেমালাপ করি আর্তনাদ
দূরে বাজে নিনাদ বাজে দূরে নিনাদ । শুনি কানে নিনাদ ।
এ কিসের ? সারি করি বাঁধা মোর ভোলা বাণী
একী ? একী প্রাণের অস্ফুট গুঞ্জণ প্রেণে আনি
দুরন্ধর খেলায় মাতিয়াছে আজি নবে নবে
সড়ম্বরতায় প্রাণ ছুটে যায় তোরা শুন সবে
বিদগ্ধ চেতনার শেষ প্রহরে থাকি
একলা ও অন্দর কোণে আছে বাকি ?
নাহি আর নাহি । শূন্যতায়
নাহি আর নাহি । নব প্রেমউন্মনায়
ওগো এবার ফিরে চল ফিরে চল সে বাণীর তরে
রূঢ় কাননে শোভিলে নব অদ্ভুদয় এ কাহার তরে ?
জানিলে ? হেথা কে স্মরিয়া থাকে নিরালায়
উন্মনা ? না হেথা প্রহরের গমন পানে রয় ?
সবিশেষ প্রঙ্গাপনে ?
না , না , না , এ উন্মনা নয়।
তবে এ কার অঙ্গনে ?
রবহীন নির্বাক প্রহর স্মরিলে সবে ।
হেথা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।