মহীরূহ
- তানজির উদ্দিন
থেমে তারপর কোলাহল
তুমি নিরবে নিরবে,
চলে গিয়ে রাখিছ আর সাজায়ে
জীবন তার প্রদীপ জ্বালায়ে-
আর বিহ্বলে জগত অবিরত কল্লোলে
গিয়াছ নিরবে নিরবে ।
আবার ঐ জীবন পরশ নিয়ে
দেখি এসে আহা মহাভারতী তার ছায়ে,
আর বাংলারে লয়ে প্রদীপসম বিশ্বেগাহিছে আজিও জয়গান এ বিশ্বে ।
বিরালে তুমি আহা কী মধু গানে
বিশ্বসভা তরে চেয়ে তব পানে,
আনিলে জীবন মুগ্ধ গান এই বাংলায়
হে মহীরূহ, প্রণামি আজি নিরালায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।