হাঙ্গামা
- সৌম্যকান্তি চক্রবর্তী
সুরাপান করেছি খানিক -
এত হাঙ্গামা কেন ?
চুরি ও তো করিনি -
ডাকাতি ও করিনি কোনো !
সেই সুরাতে আমার মন নেই -
যাতে নেই কোনো টান !
সেই সুরাতেই আসল নেশা -
যাতে ভরে মন প্রাণ !
সূর্যে ও লাগে গ্রহণ -
প্রকৃতির আজব লীলা !
মূর্তি আমায় বিধর্মী বলে -
বিধাতার একি খেলা !
তাঁর কৃপার আলোয় -
সব কিছু দেখা যায় !
প্রত্যেক নিঃশ্বাসে বুঝি -
বিধাতা আমাতেই রয় !
--------/------------/-----------
ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।