ভুলের দুনিয়া......
- কাজী ফাতেমা ছবি

ভুলগুলো তুমি ভুল করে
যাও না একটু ভুলে
ভুলবাগানে ভুলে ভুলে
ভরে তোলো ফুলে।

ভুলটা করে যদি গুনো
তোমার ভুলের মাশুল
বলে দিলাম হবে নাতো
তোমার ভুলের উসুল।

ভুলে ভুলে অবহেলায়
পার করেছ বেলা
ভুলেও তো ফিরবে না সময়
এ বড় নিঠুর খেলা।

ভুল করলে তুমি সাথে
আমিও করি সে ভুল
আমার এ ভুলগুলো মানতে
ছাড় দাওনাতো এক চুল।

ভুলে ভুলে কাটাকাটি
আমি তুমি সমান
আমি শুদ্ধতায় আর তোমার
জারি ভুলের ফরমান।

তাতে কি ভাবো যে তুমি
ভুলটা হবে শুদ্ধ?
ভুলে ভুলে দিন রাত করো
শুদ্ধতার পথ রুদ্ধ।
Monday, 12 May 2014 at 22:43


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।