কেনাবেচা যদি এখানেই......
- কাজী ফাতেমা ছবি

কেনাবেচা যদি হয়
এখানেই
গিয়ে কি লাভ আছে
দোকানেই……

বেচাকেনা যদি করতেই হয়
ছবি ডট কমে
ঘাম ঝরিয়ে মার্কেটে যেয়ে
খেলা কি জমে?

কথা হল আমার একটাই
বলছি কিন্তু ঠিকটাই…..

পুরানা মাল বেঁচে দেয়
কেউ বুঝি আর সাধে
টুটা ফাঁটা নষ্ট মাল
রাখেনা কেউ কাঁধে।

বেঁচে দিলে কড়ি আসবে
তাইরে নাইরে নাইরে
ঘাঁড়ের আপদ বিদেয় হয়ে
পড়ল অন্যের ঘাড়ে..।

অল্প দামে জিনিস পেয়ে
পড়ল যদি কেউ ফাঁদে
পুরান জিনিস কিনে শেষে
যন্ত্রণা নিয়ে সে কাঁদে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।