অস্তমান শোক গাঁথা
- তানজির উদ্দিন

বাজিল আকাশে বাদলা নামি
গাহে পিক কোনে বসি
একলা
বিরহ বেলায় বসন উজাড় করি
কোথা নামে পবন ঝড়
চাহে দূর দিগন্তে
শূন্য হৃদয় খানি মোর
জানায়
হে , বন্ধু যাও দূরমোর সখির তরে ।
আবার আসিল ঝড়ো হাওয়া
বৃক্ষে বৃক্ষে পাতায় পাতায়
দারুন কোলাহল
হাওয়ার মাতামাতি
একী , আসি শো শো রবে
লয়ে দিগন্ত কাঁপি
শূন্য পরান মোর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।