হে বিরাগী
- তানজির উদ্দিন
আশা হীনা ওহে মর্ত্য বিরাগী
পথ ছাড়ি এ ধরণীর
কোথা যাও ,করি আহাজারি
হে বিরাগী
আশায় আশায় এ গদ্যে
অমৃত ঝরাও পদ্যে পদ্যে
একখানি আরক্ত সাঁঝে
তুমি আবার এ সাজে
হে বিরাগী
তোর ঐ চপল নৃত্যে
আসে লোপাবনে এ ধরণীর
হায় এ উপল নৃত্যে
বাজিয়া এ অরণীর
বিদায় বেলায় লহও গীতি
জানাও গাহিয়া বিদায়ে গীতি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।