পত্রিকায় বিষ
- সীমান্ত মুরাদ
পত্রিকার বিশটি বিষ পাতায় ,
কবির একান্ত গোপন খাতায় ৷
কি থাকে জানো ? আড়ালে
আবডালে লিখা ,
সে এক সমকালীন হৃদয় চেড়া বহ্নিশিখা ৷
পত্রিকারা আজ পথে অবরোধ করে না ,
অনুরোধে শুধু সত্যের শিশির কণা ভিজে না ৷
তবে কেন পাঁচ টাকায় চায়ের কাপ ,
দশটাকায় ধূসর কাগজের পরিতাপ ৷
আসুন , বসুন , দেখুন এবং ভাবুন ৷
খবরের পাতায় কিংবা কবির খাতায়
যা আছে ছাঁইপাশ ,
কি হবে এতে ? শুধুই ব্যাকরণের অকারণ দীর্ঘশ্বাস ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।