বাউণ্ডুলে মন
- সৌম্যকান্তি চক্রবর্তী
এই বাউণ্ডুলে মন আমার -
কোথায় হারিয়ে গেল ?
এখানে একটা শহর ছিল !
কোথায় যে হারাল ?
কাল এক অদৃশ্য কণ্ঠ -
আমায় চমকে দিল আদ্যন্ত !
আমি বললাম তোমায় পরিচয় -
বলে সে তোমার বাউন্ডুলে হৃদয় !
এক অচেনা হাওয়ার ঝাপটা -
যখন শুধায় আমার দুঃখের কারণ !
সাহারার ভিজে বালিতে তখন -
জবাব লেখে যাযাবর মন !
এই একাকীত্বের ব্যথা -
এই একলা পথ চলা !
কেউ নেই সমব্যথী -
শুধু আমি আর অমাবস্যার তিথি !
কাল রাতে ছিল চাঁদ ও একাকী -
স্বপ্নে দেখেছি তাকে !
সেই স্মৃতি আজো মনে পড়ে !
যখন ভাবি শুধু তোমাকে ;
কি করে বলতো সেই শহরে -
বেঁচে থাকি আমি কিসের তরে !
যেথা একা একা ভাবা শাস্তি -
আর দণ্ডস্বরূপ বাউণ্ডুলে ....
হয় কেউ দিবারাত্রি !
---------/-----------/-----------------
গজলের ভাবাশ্রয়ী কবিতা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।