দেখো ও পূজয়িনী
- তানজির উদ্দিন
বিদায়ী এই শারদ প্রভাতে
হে বন্ধু আজি
তোমার খুল গুণ্ঠন
মেলে ধর প্রাণের
আবেগি নৃত্যে জড়ানো
আকাশ কাঁপা সুরে
কোথায় ওগো তোমার
দিনের আভা মিলিয়ে
উঠিছে সুরুজ ঐ
গগনের এক কোনে
রক্ত আবীর তার
মিলিয়া গিয়াছে
আর ধেয়ে আসিল
পরান ভাঙ্গা ক্রন্দনে
কোথায় তুমি ওহে
তোমার ঘরে আজি
দ্যাখো বসিয়াছে
তোমার পূজয়িনী
ঘোমটায় ঢেকে দেখো ঐ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।