বিদায়
- তানজির উদ্দিন

বিদায় বেলায় ও বন্ধু
কেন কান্দ গো
আমারে বিদায় দাও
রে ও বন্ধু
সোনার কথন দিয়া
যামু চ ইলা ওরে
ঐ দূরে
তেপান্তর ভেদিয়া
আর জাগিবনা দেখিয়া
তোমায় গো ও বন্ধু গো
রাতের আঁধার এয়নো
কাটেনাই
যামিন এখনো চিনে
রাখে নাই
নিরিবিলি একলাই
দাও রে বিদায়
যাই চলি একাকী
বিরহন বেলায় তোমায়
স্মরি রে ও বন্ধু
যতদিন বাঁচি
কি আর আছে গো প্রাণে
দিবস শ্যাষে
কি আর থাকব পাতে
ও বন্ধু গো
কান্দিও না রে
শুকনো হাস্যে দাও
বিদায় বিদায়


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।