ভাংতি কবিতা-13
- সুমন আখন্দ

পলিটিক্যাল মগজ ভাইরাস-স্ক্যান করাতে হবে
ও নরটন! ও ক্যাসপারাস্কি!
পাবে এক বোতল বাংলা-হুইস্কি
জানি কাজটা খুবই রিস্কি
এ্যান্টি-ভাইরাস কাজ না করলে
দুই আপারে ভালভাবে না ধরলে
পাবলিকের মাথা সিটিস্ক্যান করাতে হবে
এবং পুরাদেশ হাসপাতাল বানাতে হবে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।