অশান্ত
- তানজির উদ্দিন
দিন
যাহা গত
নেয়ে খেলে হারায়ে
অশান্ত দিন মাঝে গায়
অবিরাম কল্লোলে গীতের ধ্বনিতে হায়
নিরবধি অসীম সন্ধানে যায় কাহার মায়ায়
দিন
যাহা আগত
মায়া মাখা গানে
অনেক আশা নেয়ে আনে
তারি আশার ভেলে কে জানে
মায়া মাখা স্বর্ণালি ঊষরি ভাবুক গানে
দিন
যাহা পোড়ায়
মনরে নিঃশ্বেষ করি
অস্থিরে যাহা গড়ায়ে হারি
যায় নিরাশায় অন্তিম রূপছবির পরী
নিরালায় ক্রন্দন গীতে সে আবার ঘুমপরী
দিন
যাহা মন
দিনান্তে করি গান
সম্মুখ গানের পরে দেয় টান
চিত্তেতাহার নির্বিকারে মনের আনচান
বিভ্রান্ত পথিকের কূলে গায় ঐ দিনমনি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।