পুরবাসিনী
- তানজির উদ্দিন
কত মনের রঙ্গ দিয়া
ভাসিয়া তোরে,
মনরে তুই গেলি বাইয়া
মরালের গায়রে
বিদায় দিনের যখনি সুর ধরিয়া
জীবনতার প্রেমদিনের জড়িয়া |
গেল মনের সুখে কাব্য তার প্রেমে
ভাদর রাতের ভ্যাপসা সুরের ধামে |
অলকচিরে কোন রাতের সুরুজ ঐ
বিদায়নিশি আনি কাছে টানে কৈ,
গাইলে সোনার দিবস মনের ছায়ে
গাইলে প্রতিম রূপে মনের গায়ে |
দিলারে কে তুই ঘুমের ঘোর লাগে
গাত্র তুলি হস্ত রাখি পথে , মাঙে ;
কিও মাঙে ভিক্ষা চায়ে
দয়াল তার কিগো চায়ে,
মনের মাঝে নিপুণ ঐ
গাইলে রূপের নূতন ঐ|
বেহাল রাতের গুম ধরিয়া
একধাপ বরষের মাদল নাচিয়া, পক্ষী যাহা নীড়ের মাঝে রে
ঝাপটিয়া দিল জানানরে |
মনের সুখে মনের ঘর বাঁধি
আহা! দেখো দয়াল আঁধি,
তোমার পয়দা তোমায় হাসি
ডাকিছ বারে যমরে ডাকি হাসি|
কতবারে সেইযমে ভিক্ষা চাহে
বনের কূলধিপ তারে দিলে কাহে,
রষ্ট্র করিলা যমের কাবায় হায়
সুরত ধরিল সে হেথা সখি হায়|
হায়! হায়!!
মনের ঘরে রোগ বাড়ায়ে
যমরে তুই দিলা পুতিয়ে,
শূন্য তাই ধন্য হ ইলে যে
বিদায়ে তাই গাইলে কে|
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।