রঙ খেলানো
- তানজির উদ্দিন

আকাশ বারে কান্দে সখি
দিবস নিশি পরানে মাখি,
যায় সোনা দিনের রঙ মাতানো তান উচলনাচন বাহরি জগত ভরি আসে প্রাণ|
হেথা উঠে শোকের বিভোল মাতম
জগত ছায়ে পোড়া কাননে ফোটে কুসুম,
উঠলে রবিদিগন্তে
পরশি নাচন আঙ্গুলে -
গাইলে এথা দিনান্তে
ভুবন ভোলা মঙ্গলে|

আসুক কবি প্রাণ মাতালে দিকে দিকে
মোর গড়া প্রসাদে বাজালে রং মেখে,
সাধ্য বিনে জগত কাঁপালো
বিষাদ পানে প্রাণ বাঁধালো-আজিকে কোথায় বাজে প্রাণ মাদল
উছলি জাগেসোনার কাহন,তাও গেল|
খেলায় হাসি
বাজালে বাঁশী,
ভুলায়ে স্বপ্ন দেখালে অধীর রাতে
ছাড়ি দিয়া আনলে বরি জীবন পাতে|


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।