এখন ঘুমে
- তানজির উদ্দিন

চৈতন্য নাহি আজি
দেহ মন প্রাণে ,
অবচৈতন্যে থাকি আজি
অঙ্গ মাঝে আনে -
ওরে তোরা চলরে জীবনে জীবনের জোয়ারে ভাসি বাজারে তোরা জীবন বাঁশী;বাজারে বাঁশী ।
সুখ স্মৃতি জাগুক মনে
মন ভরায়ে গানে ,
ভুলে গেলে তারা এ জীবনে ছুটলো দূরপানে-
ওরে তোরা গাও আজি জীবন গানে , চৈতন্য ফিরুক ঘরে ও জীবন ঘরে লাগুক হাওয়া এসো জীবন দুয়ারে ।
ও চৈতন্য আজি নাহি জাগুক ঘরে নাহিতোরা স্মরণি রাখগো মোরে , মনঃ রূপের রঙ্গ পারা হইলে হারা- ও জীবন দুয়ারে , জীবন দুয়ারে । আগাগোড়া পুরোপুরি রাখিয়া ঘরে মনরূপের সাড়া জাগালি দুয়ারে . জীবন তরী ভাসাইলে অবচৈতন্যে মনঘরে মনঃ থাকে নাহি অন্যে । এবারতাই ঘুম ছাড়ি জাগো জাগো বেভোল গানের সুর মাগো মাগো, জীবন মাঝে ঘর বানায়ে , থাক - ঘরের দুয়ার লাগাইও রে নাক । এথায় থাকি জীবন মাঝে গভীরে স্বাতন্ত্র্য রাখিরে জীবন দুরারে, দুখানি তাহার কপাট একখান ঘর এক দিয়া আসি যায় খুলি অন্যদোর ।
ওরে তোরা আসি ফিরি
ঘুরি ফিরি চলোরে ঘর ছাড়ি - জীবন কাননে নাহি গানে
সুরের লয়ে মন নাহি মানে ;
আজি এই ক্ষণে তোরা
অনন্ত ঘুমের মাঝে হও হারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।