আবেগ
- আশরাফুন নাহার
আরও আগে কেন দেখা হল না?
থই থই জলে তরঙ্গসিঁড়ি বেয়ে ঘর্মাক্ত দিনের কোলে আরও আগে কেন এলে না?
ভালই যদি বাসার ছিল আরও আগে কেন বাসলে না ?
হয়ত আরেকটু গাঢ়রঙ মিশতো চোখের জলে
যত রঙখেলা চলে অনলে
একটুতো হাসতো অমসৃণ দেওয়ালে চ্যাপ্টা মোনালিসা,
কাঁচের ফুলদানীটায় রাখা টগর ম্লান হতে হতে
একটু চোখ মেলে ফেলত ভুলে ,
যদি তুমি ক'টা বছর আগে আসতে আস্তে আস্তে বইত চৈতী হাওয়া
তাতে ফূলময় বাসের মুগ্ধতা থাকত হয়ত,
কী এমন ক্ষতি হত! যদি আরও আগে এসে বলতে এসো ,
রানীপ্রজাপতি হয়ে বস আমার হাতে,
নাহয় হত রাত যেত প্রভাতের কাছাকাছি আরও,
কী ক্ষতি ছিল বলনা,
কেন আরো আগে এলে না?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।