পোড়াইছে
- তানজির উদ্দিন
কতকাল সে আমারে পোড়াইছে
বন্ধু ঘরের পরে রাখিয়াছে মোরে
কতকাল পোড়াইছে বন্ধু পোড়াইছে
অঙ্গার বানাইছে বানাইছে
বন্ধু মোরে অঙ্গার বানাইছে ।।
মনের ঘরে রাখিয়া মোরে
স্বপন ভুলাইছে ঘুমের ঘোরে
বন্ধু মোরে হারাইছে হারাইছে অজাতদিনের মনের ঘরে ।।
বন্ধু মোরে পোড়াইছে ।
পোড়াইছে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।