ভাবিনি
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার কথা যখন ভাবিনি ,
একাই ছিলাম যদি ও -
তবু এতটা একলা থাকিনি !

তোমার ছবির সাথে -
হত কথোপকথন ;
আমার নিজের ঘরে -
আয়না ছিল না তখন -

সমুদ্রে ও হলাম তৃষ্ণার্ত !
মরুতে ছিলাম যখন -
পিপাসা মিটত দিবারাত্র !

প্রেমে মান অভিমানের খেলায় -
কখনো ভাবিনি হারাবো তোমায় !

-------------/-------------/---------------

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।