সমর্পণ
- সৌম্যকান্তি চক্রবর্তী

তোমার এত সুন্দর মুখশ্রী -
চাঁদ ও তোমার কাছে,
মনে হয় হতশ্রী !

তোমার বাঁকা চোখের বান -
অক্লেশেই কেড়েছে আমার প্রাণ -
প্রেমের খেলায় তোমারই হল জয় ;
ছিনিয়ে নিয়েছ আমার হৃদয় !

আগুনের আর কি !
লাগতে কয়েক মুহূৰ্ত -
নেভাতে ও লাগে এক যুগ -
কেউ কেউ হয় ব্যর্থ !

আমি ও সেই ব্যর্থদের দলে -
সঁপেছি হৃদয় তব পদতলে !
দিয়েছি তোমায় এ মন আমার -
গ্রহণ করো হে প্রেয়সী !

-----------/--------------/------------------

ভাবাশ্রয়ী কবিতা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।